প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১:০৬ PM
ভারতের সুপ্রিম কোর্ট থেকে শুক্রবার জামিন পেয়েছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৫ অক্টোবর হারিয়ানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
তার আগে দলের সুপ্রিমো জেল থেকে মুক্তি পাওয়ায় হারিয়ানার পার্টিকর্মীরা রীতিমতো 'উত্তেজিত'। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
হারিয়ানায় আপ এর তারকা প্রচারকদের তালিকায় শীর্ষে রয়েছেন কেজরিওয়াল। হারিয়ানার ভিওয়ানি জেলার বাসিন্দা কেজরিওয়াল এর আগে কুরুক্ষেত্রে দলীয় প্রার্থী এবং দলের রাজ্য সভাপতি ডা. সুশীল গুপ্তার হয়ে ভোটপ্রচারও করেছিলেন।
গুপ্তা কুরুক্ষেত্র লোকসভা আসনে ৫.৩ লাখের বেশি ভোট পেয়েও জিততে পারেননি। বিজেপির নবীন জিন্দালের কাছে হেরে যান। বর্তমানে, কেজরিওয়ালের স্ত্রী সুনীতা, রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান হারিয়ানাজুড়ে আপের প্রচারে নেতৃত্ব দিচ্ছেন।
এছাড়াও আপের অন্য তারকা প্রচারকদের মধ্যে রয়েছেন দিল্লির মন্ত্রী অতীশী, সৌরভ ভরদ্বাজ ও আপ নেতা সঞ্জয় সিং এবং মণীশ সিসোদিয়া।
আম আদমি পার্টি হারিয়ানার ৯০টি বিধানসভা আসনের প্রতিটিতেই প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। এই প্রথমবার আপ হারিয়ানায় ৯০টি আসনেই প্রার্থী দিতে যাচ্ছে। ৫ অক্টোবর বিধানসভা নির্বাচনের মুখোমুখি হবে হরিয়ানা। পাঁচটি প্রধান রাজনৈতিক দল এবার হারিয়ানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিজেপি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস-সিপিআই (এম) জোট ছাড়াও, আপ, আইএনএলডি-বিএসপি-এইচএলপি জোট এবং জেজেপি-এএসপি (কাঁসি রাম) জোট নির্বাচনে প্রার্থী দিয়েছে।