প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৫ PM
লক্ষ্মীপুরে বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ও আমির নজরুল ইসলাম বুলবুল।
সোমবার বেলা দেড় টার দিকে (৯ সেপ্টেম্বর ২০২৪) লক্ষ্মীপুর পৌর শহরের লিল্লা জামের মসজিদের সামনে বন্যার্তদের এক হাজার দুই শত পরিবারদের খাদ্যসামগ্রিক নেতাকর্মীদের হাতে তুলে দেন প্রধান অতিথি নজরুল ইসলাম বুলবুল। ১২ শত খাদ্য সামগ্রিক যারা পাবেন তারা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলা ৬০০ শত পরিবার, রায়পুর উপজেলা বাসী জন্য ৬০০ শত বন্যাদূর্গতদের খাদ্য সামগ্রিক লক্ষ্মীপুর জেলা জামায়াত এ ১২ শত খাদ্য সামগ্রিক ঘরে ঘরে পৌঁছে দেয়ার নির্দেশ দেন কেন্দ্রীয় জামায়াত ।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারী ড.শফিকুল ইসলাম মাসুদ,ঢাকা মহানগর (উত্তর) এর সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. রেজাউল করিম, লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাষ্টার রুহুল আমিন, নায়েবে আমীর এ আর হাফিজ উল্যাহ, জেলা জামায়াতের সেক্রেটারী ফারুক হোসেন নুর নবী। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মহসিন কবির মুরাদ, পৌর জামায়াত আমির আবুল ফারাহ নিশান ও সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলামসহ আরও অনেকে।
ত্রাণ বিতরণ পরে প্রধান অতিথি নজরুল ইসলাম বুলবুল বলেন, ভারত থেকে আসা ও অতিবৃষ্টির পানিতে লক্ষ্মীপুরে বন্যার সৃষ্টি হয়েছে। ভয়াবহ এই দুর্যোগে আমরা মর্মাহত। ইতোমধ্যে বন্যাদুর্গত মানুষের সাহায্যে শুরু থেকেই জামায়াত-শিবিরের সর্বস্তরের জনশক্তি কাজ করছে। তিনি আরও বলেন, বর্তমান এই দুর্যোগে সমাজের সামর্থবান মানুষকে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসতে হবে। মনে রাখবেন, বিপদ মুসিবত সবই আল্লাহর পক্ষ থেকে আসে। তাই কঠিন বিপদে বেশি করে আল্লাহর সাহায্য কামনা করতে হবে।