মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ ২৬ ভাদ্র ১৪৩১
 
শিরোনাম: পোশাক শিল্পে অস্থিরতা কাটছে না কেন?       ‘জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে’       বিদ্যুতের বকেয়া নিয়ে বাংলাদেশকে কঠোর বার্তা আদানির       সাবেক মেয়র আতিকের অভিপ্রায়ে নিয়োগ পাওয়া সব নিয়োগ বাতিল       সীমান্ত হত্যা দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার অন্তরায় : পররাষ্ট্র উপদেষ্টা       ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন-পলিপ্রোপিলিন ব্যাগ নিষিদ্ধ       ফের অস্থির আশুলিয়া, ৯০ কারখানা বন্ধ ঘোষণা      


ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি সরকারের নেই: মান্না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৫:৩০ PM

কোটা সংস্কার আন্দোলনে গুলি চালিয়ে শিক্ষার্থীদের হত্যা করায় এই সরকারের ক্ষমতায় থাকার নৈতিক কোনো ভিত্তি নেই বলে মনে করেন নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না। এজন্য সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর তোপখানা রোডের নাগরিক ঐক্যের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাগরিক মঞ্চ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক ভিত্তি নেই। কোনো উপায় নেই। গতকাল দেখলাম আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হাত জোড় করে সবার কাছে মাফ চাচ্ছেন। এখন আর মাফ চেয়ে লাভ নেই। আপনাকে যে মন্ত্রীর দায়িত্ব দিয়েছে তাকে পদত্যাগ করতে হবে।’ সরকারের প্রতি আহ্বান জানিয়ে মান্না বলেন, ‘আপনারা নির্বিচারে কোনো শিক্ষার্থীর ওপর গুলি চালাবেন না। সরকারের পেটোয়া অনেক গুলি করেছে, নির্বিচারে মানুষ মেরেছে। আর মারবেন না। ছাত্রজনতা সবাই ফুঁসে উঠেছে।’

বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বলেন, ‘যারা পুলিশে আছেন তারা প্রত্যেকেই কোনো না কোনো মায়ের সন্তান। পুলিশের সন্তানকেও পুলিশ দিয়ে হত্যা করা হচ্ছে। আমার আপনার সবার সন্তানকে হত্যা করা হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের ওপর কেন এই গুলি। গুলির রাজনীতি শেষ করবেন কবে।’ তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা সবাই শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। সরকারের সময় শেষ। রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। আগে পদত্যাগ করুন। এরপর সংলাপে বসুন। আপনার সব পথ বন্ধ হয়ে গেছে। পদত্যাগ ছাড়া আপনার আর কোনো পথ নেই।’

বিপ্লবী ওয়ার্কাস পার্টিসহ আওয়ামী লীগবিরোধী সব রাজনৈতিক দল শিক্ষার্থীদের সঙ্গে আছে, থাকবে বলে জানান তিনি। যুবকদের গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে হটানোর ঘোষণা দেন তিনি। গণসংহতির সমন্বয়ক জোনায়েত সাকী বলেন, ‘বাংলাদেশের সর্বস্তরের মানুষ শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। আমাদের নবীনরা দলে দলে এই আন্দোলনের সঙ্গে শামিল হচ্ছে। আমরা পরিষ্কার করে বলি, এই সরকার তামাশা করেছে। টানা তিন বার প্রহসনের নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। তারা যেভাবে বিরোধী দলকে নির্যাতন করেছে, শিক্ষার্থীদের ওপরও সেইভাবে সহিংসতা করছে। ছাত্রলীগ দিয়ে, যুবলীগ দিয়ে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয়েছে। আমরা গণতন্ত্র মঞ্চ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। তাদের সঙ্গে আমরাও মাঠে থাকব।’ সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন রাষ্ট্রসংস্কার আন্দোলনের প্রধান অ্যাডভোকেট হাসনাত কাউয়ুমসহ সমমনা অন্যান্য নেতারা।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কক্সবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান : ৪ থানার ওসিকে প্রত্যাহার
মেট্রোরেলের নতুন এমডি আব্দুর রউফ
আবু সাঈদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য গ্রেফতার
পোশাক শিল্পে অস্থিরতা কাটছে না কেন?
‘জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে’
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

যাদুশিল্পী ঐক্য পরিষদের সভাপতি শাহীন শাহ সম্পাদক বাসেদ মাহমুদ
নরসিংদী কারাগার থেকে লুট হওয়া শটগান ও চায়নিজ রাইফেলের ম্যাগজিন উদ্ধার
গাজীপুরেে চলন্ত ট্রেন থামিয়ে বিক্ষোভ, দুই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
লুট হওয়া মটর সাইকেল এসআই কাছে হস্তান্তর করল সাবেক চেয়ারম্যান সোহেল
গাজীপুর পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com