শনিবার ২১ জুন ২০২৫ ৭ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


পাঁচ দিন পর খুললো অফিস-আদালত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪, ২:২১ PM

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে পাঁচ দিন পর অফিস আদালত খুলেছে। বুধবার (২৪ জুলাই) সকালে সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস খুলেছে। রফতানিমুখী পোশাক কারখানাগুলোও খোলার খবর পাওয়া গেছে। সকালে রাজধানীর সড়কে অফিসগামী মানুষদের ভিড় দেখা গেছে। তবে সড়কে গণপরিবহন কম থাকায় ভোগান্তিতে পড়তে হয় তাদের।

সকালে ১১টার দিকে খোলে সচিবালয়ও। তবে বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সাড়ে ১১টার দিকে কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (১১টা ৪০ মিনিট) অনেকেই এখনও আসছেন। 

কর্মকর্তারা বলছেন, বেশিরভাগই চলে এসেছে, তবে যারা আসতে পারেননি, তারাও পথে আছেন। অফিস খুললেও আজ পরিবহন পুলের গাড়ি যায়নি। যে কারণে আসতে হয়েছে ব্যক্তিগত ব্যবস্থায়। সড়কে যানবাহন কম থাকায় আসতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে।

এদিকে সচিবালয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার কারণে সচিবালয়ে কোনও ‘পাশ’ ইস্যু করা হচ্ছে না।

কারফিউ জারি হওয়ায় গত রবিবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি দিয়েছিল সরকার। কারফিউ শিথিল হওয়ার পর আজ থেকে সরকারি-বেসরকারি অফিসগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে আজ-কাল স্বাভাবিক সময়ের মতো অফিস চলবে না।

এর আগে গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে জানায়, আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের জন্য বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। এসময় চলমান কারফিউও শিথিল থাকবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বাংলাদেশকে ৫০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
অমিতাভ বচ্চন যে সিনেমার জন্য সুপারস্টার
ইসি স্বাধীন হলেও সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি
ফের এক ব্রাজিলিয়ান ক্লাবের দাপট, হারাল চেলসিকে
ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

সালথার কাউন্সিল সম্মেলন কে সামনে রেখে প্রস্তুতি কর্মীসভা অনুষ্ঠিত
হাজারো প্রবাসীদের উপস্থিতিতে প্যারিসে উদ্‌যাপিত হলো বাংলার মেলা
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে আউটস্ট্যান্ডিং ফাদার অ্যাওয়ার্ড বিতরণ
সোনারগাঁয়ে বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থা, ডাম্পিং জোনের দাবিতে সংবাদ সম্মেলন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com