মাদারীপুরে কোটা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
এস এম তানবীর, মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৮:০২ PM
কোটা বিরোধী আন্দোলন করে যারা, রাজাকারদের সন্তান তারা, এই স্লোগান দিয়ে কোটা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন মাদারীপুর মুক্তিযোদ্ধা সাংসদ। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন, মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার।
এ-সময় আরো উপস্থিত ছিলেন খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা শেখ বজলুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ শরীফ, বীর মুক্তিযোদ্ধা ডা: গোলাম সরওয়ার হোসেন সহ মাদারীপুর জেলার মুক্তিযোদ্ধারা। এ সময় বক্তারা বলেন, যারা আজ কোটা বিরোধী আন্দোলন করছে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার চেষ্টা করছে। আর এদের উপরে ভর করেছে বিএনপি-জামাত। গোটা বিরোধী আন্দোলন যারা করছে তাদেরকে এখনই রুখে দিতে হবে এবং এই কোটাবিরোধী আন্দোলন যারা করছে তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর হস্তে দমন করার আহ্বান জানান বক্তারা।