প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৭:৫৯ PM
ফরিদপুরের বরেণ্য আলেম মরহুম হযরত মাওলানা জহুরুল হকের (রহ.) (পুরুরা হুজুর) ছেলে মাওলানা নিজামুদ্দিন জেলার সালথা উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া নিজামুল উলুমের (পুরুরা মাদরাসা) মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করবেন। সোমবার পুরুরা মাদরাসায় স্থানীয় শীর্ষ আলেমদের উপস্থিতিতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলেমদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাওলানা নিজামুদ্দিনের পিতা ও পুরুরা মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা জহুরুল হকের ইন্তেকালের পর তিনিই মুহতামিমের দায়িত্ব পান। সে সময় বাংলাদেশ সরকার অনুমোদিত কওমি মাদরাসার তিনটি শিক্ষা বোর্ডের নেতারা একমত হয়ে তার ওপর মুহতামিমের দায়িত্ব অর্পণ করেন।
কিন্তু কিছু সঙ্কটের কারণে এলাকার কিছু মানুষ তাকে জোর করে দায়িত্ব ছাড়তে বাধ্য করেন। সোমবার ফের আলেমদের সমন্বয়ে গঠিত কমিটি তাকে স্বপদে বহাল করেন।
সোমবারের বৈঠকটি আহ্বান করেন দারুল উলুম ঢাকার মুহতামিম ও সালথার অন্যতম শীর্ষ আলেম মুফতি রেজাউল হক মুহাম্মাদ আব্দুল্লাহ। উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরামের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকটির সভাপতি ছিলেন রাজৈর মাদরাসার মুহতামিম ও স্থানীয় প্রভাবশালী আলেম মুফতি রেজাউল ইসলাম। বৈঠকে বিভিন্ন আলোচনা পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে মাওলানা জহুরুল হক ফাউন্ডেশন নামে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মুফতি রেজাউল ইসলামকে আহ্বায়ক ও হাফেজ মোস্তফা কামালকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির সদস্য সংখ্যা ২১ জন।