প্রকাশ: রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪, ১০:০৯ PM
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালের দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে নারী পুরুষ ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে। সরেজমিনে গিয়ে বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে নারী ও পুরুষ ভোটারের দীর্ঘ লাইন দেখা যায়।
উপজেলা সম্মেলন কক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ঘোষিত বেসরকারি ফলাফলে জানা যায়, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল ২ লাখ ১৬ হাজার ৮১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন (ট্রাক প্রতীকে) পেয়েছেন ৭ হাজার ৫১৯ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. নাজমুল হক (লাঙল প্রতীক) পেয়েছেন ৪ হাজার ২৭৬ ভোট, অপর স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট কায়সার আহাম্মদ (ঈগল প্রতীক) পেয়েছেন ৩ হাজার ২৫০ ভোট, গণফ্রন্ট মনোনীত প্রার্থী দ্বীন ইসলাম মাছ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৩ ভোট।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, ‘আমার প্রাণ প্রিয় গফরগাঁওবাসী স্বতঃস্ফুর্তভাবে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে আমাকে জয়ী করেছেন। অতীতের মতোই ভবিষ্যতেও আমি তাদের সুখে-দুখে পাশে থেকে সেবা করে যাব।’